একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে এদেশের ছাত্র জনতা মায়ের ভাষা রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল। নভেম্বর ১৭, ১৯৯৯ সালে UNESCO দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা করে এবং তখন থেকে দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটি বাঙ্গালী জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিবসকে সামনে রেখে টেলিটক গ্রাহকদের জন্য নিয়ে এলো মাত্র ৫২ টাকায়ঃ -

- ৫.২ জিবি ডাটা
- ২১ মিনিট ভয়েস কল
- ২১ এসএমএস

শর্তাবলীঃ

- অফারটি সকল প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য।

- অফার পেতে রিচার্জ করুন ৫২ টাকা অথবা ডায়াল করুন *১১১*৫২# ।

- ডাটা, ভয়েস মিনিট এবং এসএমএস ব্যবহারের মেয়াদ ০৪ দিন।

- অব্যবহৃত ভয়েস মিনিট, ডাটা এবং এসএমএস পরবর্তীতে ব্যবহারযোগ্য নয়।

- ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক যত খুশি ততবার এই অফারটি গ্রহণ করতে পারবেন।

- ক্যাম্পেইনের মেয়াদ ২১ ফেব্রুয়ারী, ২০২০ থেকে ২৫ ফেব্রুয়ারী, ২০২০ তারিখ পর্যন্ত (মোট ৫ দিন)।

- ব্যালেন্স জানতে ডায়াল করুন *১৫২# ।

- অফার মূল্যে সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ অন্তর্ভূক্ত।