গ্রাহক ইজি লোডের মাধ্যমে ৬৩ টাকা ব্যালেন্স রিচার্জ শর্ট করলে ৭ দিনের জন্যে পাবেন:

১. ১৩০ ভয়েস মিনিট (রবি-রবি/Airtel)।
২. ৩০টি এসএমএস (লোকাল)।
৩. এনটিভি সংবাদ (এসএমএস ভিত্তিক সংবাদ সেবা; শর্ট কোড: ১৬৪৩৩)।
৪. রবি নিশি (আইভিআর ভিত্তিক রেডিও সেবা; শর্ট কোড: ৩৬৩৬)।
৫. রবি স্ক্রিন (ওয়াপ/অ্যাপ ভিত্তিক স্ট্রিমিং সেবা; শর্ট কোড: ৯৪৯৪)।

গ্রাহক ইজি লোডের মাধ্যমে ৯২ টাকা ব্যালেন্স রিচার্জ করলে ৭ দিনের জন্যে পাবেন:

১. ২০০ অন-নেট (রবি-রবি/Airtel) ভয়েস মিনিট।
২. ৫০ এসএমএস-লোকাল এসএমএস
৩. এনটিভি সংবাদ (এসএমএস ভিত্তিক সংবাদ সেবা; শর্ট কোড: ১৬৪৩৩)।
৪. রবি ইচ্ছে রাত (আইভিআর ভিত্তিক রেডিও সেবা; শর্ট কোড: ২০০১০০)।
৫. রবি টিভি (ওয়াপ/অ্যাপ মোবা্ইল টিভি সেবা; শর্ট কোড: ২১২০১)।
৬. ই-ডায়েট (ওয়াপ ভিত্তিক স্বাস্থ্য ও ডায়েট পোর্টটাল; শর্ট কোড: ১৬৩৮৮)।

অফারের বিস্তারিত বিবরণ:

  • গ্রাহক যখন এই পরিমাণ টাকা (৬৩/৯২)রিচার্জ করবেন উক্ত টাকা তার মূল অ্যাকাউন্টে যাবে না, কিন্তু উপরে উল্লেখিত অফারগুলো পাবেন।
  • পুরো টাকাটাই উপরোক্ত সেবার জন্যে কেটে নেওয়া হবে।
  • আইভিআর ভিত্তিক সেবা (৬৩ টাকার রবি নিশি বান্ডেলে ও ৯২ টাকার রবি ইচ্ছে রাত বান্ডেলে) মেয়াদকালীন সময়ে অসীম মিনিট থাকবে।
  • ওয়াপ/অ্যাপ ভিত্তিক সেবায় (৬৩ টাকার রবি স্ক্রিন বান্ডেলে এবং ৯২ টাকার রবি টিভি ও ই-ডায়েট বান্ডেলে) ডাটা চার্জ প্রযোজ্য হবে।
  • সকল ভাস স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য নয়।
  • গ্রাহক মেয়াদকালীন সময়ে বান্ডলগুলো কিনে থাকলে ভাসের মেয়াদ প্রাথমিক মেয়াদের দিন থেকে অতিরিক্ত ৭ দিন বেড়ে যাবে। ভয়েস ও এসএমএস এর জন্যে ৭ দিনের মেয়াদ রিচার্জের দিন থেকে কার্যকর হবে।
  • ভয়েস মিনিট ও এসএমএস তাৎক্ষণিকভাবেই পাওয়া যাবে, এবং ভাস কার্যকর হতে কয়েক মিনিট সময় লাগবে (২০ মিনিটের মধ্যে কার্যকর হবে)।
  • ডাটা ভাস ব্যবহারের জন্যে ডাটা চার্জ প্রযোজ্য হবে (রবি স্ক্রিন, রবি টিভি, ই-ডায়েট)।
  • ডাটা ভাস ও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে স্মার্ট ফোন ভাল কাজ করবে (রবি স্ক্রিন ও রবি টিভি ভালভাবে কাজ করবে)।
  • ভাস সচল হলে সংশ্লিষ্ট শর্ট কোড থেকে এসএমএস পাওয়া যাবে।

চার্জ:

  • ইএল চার্জিং: ৬৩ টাকা ও ৯২ টাকা (ভ্যাট / এসডি / এসসি সহ)

চালুকরণ:

  • ৬৩ টাকা ও ৯২ টাকা ইজি লোড ব্যালেন্স রিচার্জ থেকে।

বন্ধকরণ:

  • মেয়াদ শেষে বান্ডল অফারগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে গ্রাহক প্রয়োজনে Stop All লিখে ৬৮৮৮ নম্বরে এসএমএস পাঠিয়ে ভাস বন্ধ করতে পারবেন।