ফোরজি স্মার্টফোনের সাথে আমরা ১০০% টাকা ব্যাক অফার দিচ্ছি। এই অফারটি পেতে হলে গ্রাহককে ৩ বছরের মধ্যে প্রতি ৬ মাসে কমপক্ষে ৬ বার ২৯৯ টাকার বান্ডেল কিনতে হবে।

৩ বছরে টাকা ব্যাক অফারের জন্যে ৬টি সাইকেল থাকবে। প্রতিটি সাইকেলের মেয়াদ হবে ৬ মাস। ৭তম মাসে গ্রাহক নির্দিষ্ট টাকা ফেরত পেয়ে যাবেন।

ডিভাইসে টাকা ব্যাক অফার:

রবি হ্যান্ডসেট অফার

সেটের ফিচার এবং মূল্য

লাভা আইরিস ৬০ (ফোরজি) মাইক্রোম্যাক্স কিউ৪৪০(ফোরজি)
  • ডিসপ্লে: ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ আইপিএস
  • প্রসেসর: ডুয়েল-কোর ১.১ গি.হা.
  • র‌্যাম: ১ জিবি
  • রম: ৮ জিবি
  • ক্যামেরা: ৫ এমপি + ৫ এমপি
  • ব্যাটারি: ২৫০০ মি.এ্যাম.
  • ডিসপ্লে: ৫ ইঞ্চি এইচডি
  • প্রসেসর: ডুয়েল-কোর ১.৩ গি.হা.
  • র‌্যাম: ১ জিবি
  • রম: ১৬ জিবি
  • ক্যামেরা: ৫ এমপি + ৫ এমপি
  • ব্যাটারি: ২৫০০ মি.এ্যাম.
৬৯৯০ টাকা ৬৭৫০ টাকা

 

১) টাকা ব্যাকের নিয়মাবলী ও যোগত্য :

  • নির্ধারিত হ্যান্ডসেট কেনার পর গ্রাহক ক্যাম্পেইনে নিবন্ধন করতে কোন উপযু্ক্ত লোকাল নম্বরে ভয়েস কল করবেন।
  • গ্রাহক ২৯৯ টাকা (ট্যাক্স ও ভ্যাটসহ) রিচার্জ করে বান্ডেল কিনবেন।
  • টাকা ব্যাক অফার পেতে হলে গ্রাহক প্রথম ট্যাগকৃত মোবাইল নম্বরসহ নির্ধারিত হ্যান্ডসেট ব্যবহার করবেন।
  • টাকা ব্যাক উপভোগ করতে গ্রাহককে প্রতি ৬ মাসের একটি সাইকেলে ৬ বার সংশ্লিষ্ট বান্ডেল কিনতে হবে, এবং ৭ম মাসে তিনি টাকা ব্যাক পাবেন।
  • এই অফারে নিবন্ধনের দিন থেকে ৩৬ মাস সময়কালে টাকা ব্যাক অফার বিভক্ত হবে। গ্রাহক নতুন এয়ারটেল/রবি সিমটি লাভা আইরিস ৬০ অথবা মাইক্রোম্যাক্স কিউ৪৪০ স্মার্টফোনে ট্যাগ করে নিবন্ধন করবেন।
  • গ্রাহক টাকা ব্যাক অফারের টাকা রবি সেবা অথবা এয়ারটেল এক্সিপিরিয়েন্স সেন্টার থেকে ক্যাশ হিসেবে তুলতে পারবেন। গ্রাহক কখন ক্যাশ তুলতে উপযুক্ত হবেন সেটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
  • অফারের টাকা বরাদ্দ হওয়ার ৩০ দিনের মধ্যে গ্রাহককে সেটি তুলতে হবে। অন্যথায়, পরে গ্রাহক আর টাকা পাবেন না।
  • আমরা প্রথম ট্যাগকৃত মোবাইল নম্বর ও আইএমইআই বিবেচনা করবো।
  • আইন অনুযায়ী রবি/ এয়ারটেল টাকা দেওয়ার সময় তার উপর ধার্য ট্যাক্স কেটে রাখবে।

 

২) বিস্তারিত তথ্য ও শর্তাদি:

  • সকল বিদ্যমান ও নতুন রবি/ এয়ারটেল প্রিপেইড ম্যাস ও এসএমই (পিসিও ও ইজিলোড বাদে) গ্রাহক এই অফারের জন্যে উপযুক্ত হবেন।
  • প্যাকেজ অনুযায়ী অন্যান্য ট্যারিফ/সুবিধাদি অপরিবর্তিত থাকবে।
  • রবি/ এয়ারটেল কর্তৃক প্রদত্ত অন্য কোন অফারের সাথে এই অফারটিকে যুক্ত করা যাবে না। এই অফারটি কোন স্পেশাল, কমার্সিয়াল অথবা এন্টারপ্রাইজ প্ল্যানের জন্যে প্রযোজ্য হবে না।
  • রবি সেবা থেকে ক্যাশ গ্রহণের সময় গ্রাহককে এমএসআইএসডিএন নিবন্ধনের সময় যে এনআইডি কার্ড ব্যবহার করা হয়েছিল সেটি সাথে নিয়ে আসতে হবে। সেই সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন যাচাই করা হবে।
  • ব্যবসায়, আইনগত কিংবা নিয়ন্ত্রণ সংক্রান্ত বাধ্যবাধকতার ক্ষেত্রে অফারটিতে পরিবর্তন আসতে পারে। এরকম কোন পরিবর্তন আসলে সেগুলো ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। নীতির ক্ষেত্রে পরিবর্তন আসলে আমরা আপনাকে জানানোর সব চেষ্টাই করবো।
  • রবি’র নিয়ন্ত্রণের বাইরে কোন কিছু ঘটলে, যেমন, প্রাকৃতিক কোন ঘটনা, অনিবার্য কোন ঘটনা, কারিগরি সমস্যা, অথবা অন্য যে কোন আপতিক ঘটনা ঘটলে রবি যে কোন সময়ে কোন নোটিস না দিয়েই পুরো সেবা অথবা সেবার যে কোন অংশ স্থগিত, বাতিল, পরিবর্তন করতে পারবে, অথবা অফারটি কিংবা অফারের কোন অংশ বাতিল করতে পারবে। রবি যদি অফারটি স্থগিত বা বাতিল করে, তবে, অফারের সব অংশই বাতিল হয়ে যাবে। এই অফারটি স্থগিত বা বাতিল করার ফলে অথবা অফার থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন অসুবিধা দেখা দিলে এয়ারটেল এজন্যে দায়ী হবে না।
  • গ্রাহক এই অফারটিতে নিবন্ধন করলে এয়ারটেল ও গ্রাহকদের মধ্যে চুক্তির অংশ হিসেবে এসব শর্তাদি বলবৎ থাকবে, এবং এগুলো গ্রাহকের উপরে বাধ্যবাধক হিসেবে গণ্য হবে।
  • গ্রাহক এই অফারটির সুবিধা পাচ্ছেন কিংবা পাচ্ছেন না অথবা এটি ব্যবহার করছেন কি না, ইত্যাদি থেকে উদ্ভূত কোন দাবি, দ্বন্দ্ব বা ক্ষতির কোন রকম কোন দায়িত্ব রবি’র থাকবে না।
  • এই অফারের সাথে সংশ্লিষ্ট মোবাইলের ফিটনেস, যান্ত্রিক বিষয়াদি, মান, প্রাপ্যতা, নির্বিঘ্ন অপারেশনের  ক্ষেত্রে রবি’র কোন ওয়ারেন্টি বা প্রতিনিধিত্ব থাকবে না।
  • অবগতির জনে জানবেন যে, এয়াটেলের সেবা অথবা সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সাধারণ শর্তাদি থেকে এসব শর্তাদি আলাদা। এয়ারটেলের নেটওয়ার্ক এবং অফারের প্রভিশন ‘যেখানে যেমন পাওয়া যায়’ ভিত্তিতে বিদ্যমান থাকবে। এর প্রাপ্যতা, বিশেষ কোন ব্যবহারে এর ফিটনেস, অথবা নেটওয়ার্ক অপারেশনের সাথে সংশ্লিষ্ট কোন ত্রুটির জন্যে এয়ারটেলের কোন প্রতিনিধিত্ব, গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকবে না। অনিবার্য কোন কারণ, প্রাকৃতিক কারণ, আবহাওয়াজনিত কারণ, টপোগ্রাফি/জিওগ্রাফি/ডেমোগ্রাফি’র কারণ, রক্ষণাবেক্ষণ, অন্য নেটওয়ার্কের সাথে আন্তঃযোগাযোগ ইত্যাদি কারণে নেটওয়ার্ক প্রাপ্যতা বিঘ্নিত হতে পারে।
  • ০১৮ নম্বরের অননেট মিনিট (রবি-রবি/এয়ারটেল) চেক করতে *১২৩*০১৩# ডায়াল করুন, এবং অন্য কোন নেট মিনিট (রবি/এয়ারটেল-অন্য লোকাল অপারেটর) চেক করতে *১২৩*০১৫# ডায়াল করুন; এবং ইন্টারনেট চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
  • ০১৬ নম্বরের অননেট মিনিট (এয়ারটেল/এয়ারেটেল-রবি/ এয়ারটেল) চেক করতে এবং অন্য কোন নেট মিনিট (এয়ারটেল-এয়ারটেল-অন্য লোকাল অপারেটর) চেক করতে *৭৭৮*২৮২৯# ডায়াল করুন; এবং ইন্টারনেট চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
  • ০১৮ নম্বরের জন্যে *২২২*৭৫# এবং ০১৬ নম্বরের জন্যে *৭৭৮*৭৫# ডায়াল করে বান্ডেল ক্রয় সংক্রান্ত উত্তর জানতে পারবেন।
  • ওয়ারেন্টি সূত্র ধরে হ্যান্ডসেট সংক্রান্ত কোন বিষয় হ্যান্ডসেট পার্টনারের দায়িত্বে থাকবে।

 

হ্যান্ডসেট প্রাপ্যতা:

  • লাভা সেলস্ চ্যানেলে লাভা আইরিস ৬০ পাওয়া যাবে।
  • রবি শপে মাইক্রোম্যাক্স কিউ৪৪০ পাওয়া যাবে।
  • উভয় ডিভাইসই রবি শপে পাওয়া যাবে। https://shop.robi.com.bd/100_nogod_taka_feroth দেখুন।

Read more at https://www.robi.com.bd/current-offers/100-cash-back-offer#O1GHBKMeRHmcYfTy.99