গ্রাহকগণ সর্বোচ্চ ৬মাস ইএমআই সুবিধা পাবেন (স্যামসাং S8/S8+ এর ক্ষেত্রে ইএমআই ১২ মাস)। প্রযোজ্য কার্ডসমূহ: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক Amex, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডিবিবিএল, ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি)।

সেলস চ্যানেলস: এন্টারপ্রাইজ চ্যানেল, জিপি অনলাইন শপ, গ্রামীণফোন সেন্টার ও স্যামসাং আউটলেট।

ডিভাইসের বিস্তারিত এবং বান্ডেল অফার:

মডেল ধরণ মূল্য (টাকা)
Galaxy J1 Nxt Prime 3G 6,990
Galaxy J2 3G 9,490
Galaxy J2 Prime 4G 11,490
Galaxy J2 Pro 4G 12,990
Galaxy On7 Pro 4G 14,990
Galaxy J7 4G 14,990
Galaxy J7 Nxt 4G 17,900
Galaxy J7 2016 4G 18,900
Galaxy J7 Prime (32GB) 4G 21,900
Galaxy J7 Max 4G 24,900
Galaxy A5 (2016) 4G 26,900
Galaxy J7 Pro 4G 29,900
Galaxy A7 (2016) 4G 32,900
Galaxy A7 (2017) 4G 41,900
Galaxy C9 Pro 4G 41,900
Galaxy S8 4G 77,900
Galaxy S8+ 4G 83,900
Galaxy Note 8 4G 94,900
Galaxy Tab 3 V 3G 11,490
Galaxy J-Max 4G 15,490
Galaxy Tab E 9.6" 3G 19,490

 

অফারের বিস্তারিত:

ইন্টারনেট অ্যাক্টিভেশন অফার নিম্নরূপ:

ট্যাগিং অফার:

  • ভ্যালিড ট্যাগিং এ গ্রাহক পাচ্ছেন ৪ জিবি ইন্টারনেট (মেয়াদ ৭ দিন)

বান্ডেল অফার:

  • কাস্টমারগণ ২ জিবি ৩৩৭ টাকায় ক্রয় করলে (মেয়াদ ২৮ দিন) ৪ জিবি ইন্টারনেট (১ জিবি সোশ্যাল প্যাক (ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার), ১ জিবি GP Music, ২ জিবি ভিডিও প্যাক (YouTube, Bongo TV, Popcorn Live TV)) ফ্রি পাবেন (মেয়াদ ৭ দিন)
  • গ্রাহকগণ এই বান্ডেল অফার কিনতে পারবেন ৩ মাসের মধ্যে ৬ বার।

অ্যাক্টিভেশন অফার চালু করার জন্য:

  • গ্রাহকগণ SAM4G লিখে এসএমএস সেন্ড করবেন ৫০৫০ নম্বরে (কোনো চার্জ নেই)

বান্ডেল অফার চালু করার জন্য:

  • গ্রাহক MY4G লিখে এসএমএস সেন্ড করবেন ৫০৫০ নম্বরে (কোনো চার্জ নেই)

চেক পয়েন্ট:

  • গ্রাহকগণ এই অফারটি কত বার ব্যবহার করেছেন তা জানার জন্য টাইপ করবেন Check MY4G এবং সেন্ড করবেন ৫০৫০ নম্বরে (কোনো চার্জ নেই)

শর্তাবলী:

  1. কী-ওয়ার্ডগুলো কেস-সেনসেটিভ নয়।
  2. মডেল বিশেষ অফার আছে।
  3. নতুন এবং বিদ্যমান প্রি-পেইড আর পোস্টপেইড এই অফারের জন্য প্রযোজ্য।
  4. Skitto গ্রাহক এই অফারটির জন্য প্রযোজ্য নয়।
  5. ট্যাগিং এর মেয়াদ ২ মাসের জন্য, কিন্তু যদি কোন গ্রাহক ৫৯ তম দিন পর ট্যাগ করেন, তখন তিনি পরবর্তীতে ৩ মাসে ৬ বার অফারটি উপভোগ করতে পারবেন।
  6. গ্রাহকগণ ট্যাগিং এর পরে একটি কনফার্মেশন এসএমএস পেয়ে যাবেন।
  7. বৈধ ট্যাগিং এর জন্য গ্রাহকদের ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
  8. ট্যাগিং যদি অসফল হয়, তাহলে গ্রাহকদের স্মার্টফোনটি রিস্টার্ট করতে হবে এবং পুনরায় ট্যাগিং রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে অথবা প্রয়োজনে গ্রামীণফোন গ্রাহক সেবা হটলাইন 121 এ যোগাযোগ করতে হবে।
  9. বৈধ ট্যাগিং-এর পর গ্রাহকদের অপ্ট-ইন এর জন্য উপরোক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।
  10. বোনাস ব্যালেন্স চেক: প্রি-পেইড এবং পোস্টপেইড গ্রাহকগণ বোনাস এবং ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*2#
  11. এই ফ্রি অফারটি পাওয়ার সর্বাধিক অপেক্ষমান সময় ২৪ ঘণ্টা।
  12. ইন্টারনেটের শেষে মেয়াদ থাকা পর্যন্ত গ্রাহকদের চার্জ করা হবে ৳ ১.২২/এমবি (শুল্ক ভ্যাট + এসসি + এসডি সহ), সর্বোচ্চ 244 টাকা পর্যন্ত (শুল্কসহ এসডি + ভ্যাট + এসসি সহকারে)
  13. অব্যবহৃত ডাটা ভলিউম ক্যারি ফরওয়ার্ড হবে যদি গ্রাহকেরা একই প্যাক (2GB 337 টাকায়) সক্রিয় মেয়াদ থাকা অবস্থায় ক্রয় করেন।
  14. ইন্টারনেট অফার বাতিল করার জন্য, ডায়াল করুন *121*3041#
  15. নতুন সিম বা নিষ্ক্রিয় সিম কার্ড এর ক্ষেত্রে সিমটি এক্টিভেট করে সদ্য কেনা হ্যান্ডসেটে ভ্যালিড ট্যাগিং করে তারপর অ্যাক্টিভেট করতে।
  16. একই ব্যবহারকারীর multiple ট্যাগিং এর ক্ষেত্রে প্রথম কার্যকর ট্যাগিং বিবেচনা করা হবে এবং ক্যাম্পেইন প্রযোজ্য হবে। বৈধ ট্যাগিং এর পর বান্ডেল অফার থাকতে হবে।
  17. যদি গ্রাহক এই অফারটি ২৮ দিনের মধ্যে নবায়ন না করেন, সেই ক্ষেত্রে অফারটি স্বয়ংক্রিয়ভাবে ডিএক্টিভেট হয়ে যাবে এবং কোনো অটো রিনিউয়াল ফিচার থাকবে না।
  18. উপরোক্ত পরিকল্পনা ও প্রমোশনাল অফার সীমিত সময়ের জন্য এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রযোজ্য।
  19. কেবল সঠিক ও যোগ্য আইএমইআই বান্ডেল অফার উপভোগ করার ক্ষেত্রে প্রযোজ্য।
  20. সেলস টাচ পয়েন্ট থেকে বিক্রয়ের কমপক্ষে ৩ দিন পূর্বে ভেন্ডর কর্তৃক সরবরাহকৃত IMEI তালিকার উপর এই বান্ডেল অফারের যোগ্যতা নির্ভর করে।
  21. যে সকল IMEI নম্বর ভেন্ডর কর্তৃক এই অফারের জন্য সরবরাহ করা হবে না, সেইগুলো IMEI এ অফার না পাওয়ার ক্ষেত্রে GP দায়ী থাকবে না।
  22. শুধুমাত্র অনুমোদিত ডিভাইস Distributer এর যাচাই করা ডিভাইস এই অফারের জন্য প্রযোজ্য হবে। ডিভাইস সম্পর্কে কোন বিতর্ক সৃষ্টি হলে অনুমোদিত ডিভাইস Distributer প্রতিষ্ঠান দায়ী হবে।
  23. খুচরা বিক্রেতাদের নিশ্চিত করবে যে ডিভাইসটি গ্রাহকদের কাছে বিক্রয় করা হচ্ছে তা বৈধভাবে আমদানিকৃত এবং এই বান্ডেল অফার উপভোগ করার ক্ষেত্রে প্রযোজ্য।
  24. এই ক্যাম্পেইন বন্ধ হওয়ার পর ট্যাগিং এর ব্যাপারে কোন অভিযোগ প্রযোজ্য হবে না।