এটিএম পেমেন্ট

এয়ারটেলের গ্রাহকরা এখন এটিএম পেমেন্টের মাধ্যমে তাদের বিল পরিশোধ এবং ইজিলোড করতে পারেন। যেসব পোস্টপেইড এবং প্রিপেইড গ্রাহকদের নিম্নোক্ত ব্যাঙ্কগুলোর একাউন্ট রয়েছে তারা এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন।

  • ডিবিবিএল
  • প্রাইম ব্যাংক

অটো বিলস পে (স্ট্যান্ডিং ইন্সট্রাকশন)

অটো বিলস পে-এর মাধ্যমে গ্রাহক তাদের ব্যাংক একাউন্ট থেকে সরাসরি এয়ারটেল বিল দিতে পারেন। এই সার্ভিসটির জন্য গ্রাহককে নির্দিষ্ট ব্যাংকে (শুধুমাত্র SCB এবং সিটি) যোগাযোগ করতে হবে অথবা ব্যাংকের কল সেন্টারে কল করে অটো ডেবিট ইন্সট্রাকশন দিতে হবে। এয়ারটেলের পক্ষ থেকে কোনো ফর্মালিটি নেই। সকল ফর্মালিটি করা হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অথবা সিটি ব্যাংকের দিক থেকে। (বর্তমানে অন্য কোনো ব্যাংকের একাউন্ট হোল্ডার এই সুবিধাটি পাবেন না) পেমেন্ট সম্পর্কিত যেকোনো অভিযোগের জন্য ই-মেইল করুন-  payment.experience@airtel.com এই ঠিকানায়।

  • শুধুমাত্র পোস্টপেইড সাবস্ক্রাইবারদের জন্য প্রযোজ্য
  • পেমেন্ট অপশন (লোকাল বিল)

অটো ডেবিট পেমেন্ট অপশন

নো বারিং ক্লাবে জয়েন করুন এবং ঝামেলামুক্ত পোস্টপেইড বিল পেমেন্ট উপভোগ করুন।

আবশ্যিক শর্তসমূহ

লোকাল অটো ডেবিট রোমিং অটো ডেবিট
  • ভিসা/মাস্টার কার্ডসহ বৈধ ক্রেডিট বা ডেবিট কার্ডের ফটোকপি
  • পূরণকৃত অটো ডেবিট ফর্ম
  • ক্রেডিট কার্ড ধারণকারীর অনুমোদনপত্র, যেখানে তিনি কার্ড থেকে এয়ারটেল বিল চার্জ করার অনুমোদন দিবেন। এক্ষেত্রে কার্ড ধারণকারীর স্বাক্ষর আবশ্যক
  • ভিসা/মাস্টার লোগোসহ বৈধ আন্তর্জাতিক ক্রেডিট/ডেবিট কার্ডের ফটোকপি
  • বৈধ পাসপোর্ট ফটোকপি (ম্যানুয়াল এর জন্য ৫ পেইজ, ইলেক্ট্রনিকের জন্য ২ পেইজ)
  • পূরণকৃত IR ফর্ম
  • ১০০০০ টাকা প্রাথমিক ডিপোজিট (ফেরতযোগ্য)

নির্দেশনা

স্ক্যান করা পূরণকৃত ফর্ম এবং ক্রেডিট কার্ডের উভয় দিকের স্ক্যানকপি সরাসরি ইমেইল করুন – payment.experience@airtel.com

অথবা ডকুমেন্ট জমা দিতে কিংবা যেকোনো তথ্যের জন্য আমাদের AEC ভিজিট করুন। অটো ডেবিট ফর্মের জন্য নিচের লিংকে ক্লিক করুন।

ইজি রিচার্জ

এয়ারটেল ইজি রিচার্জের সাহায্যে এখন বন্ধুদের সাথে সংযুক্ত হওয়া আরো সহজ। নিকটস্থ যেকোনো হাই অ্যান্ড রিটেইল পয়েন্ট থেকে আপনার এয়ারটেল নম্বর রিচার্জ করুন। পে ওয়েল-এর মাধ্যমে এয়ারটেল-এর মূল্যবান গ্রাহকদের জন্য চালু হয়েছে টার্মিনাল ভিত্তিক রিচার্জ প্ল্যাটফর্ম। এটি একটি পয়েন্ট অফ সেল (POS) ভিত্তিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম, যার লক্ষ্য হলো মূল্যবান গ্রাহককে হাই অ্যান্ড রিটেইল আউটলেটে উচ্চতর রিচার্জ অভিজ্ঞতা প্রদান করা। পে ওয়েলে নিম্নোক্ত ক্যাটাগরিগুলো থাকবে টাচ পয়েন্টে-

রিটেইল চেইন মুদি আউটলেট হোটেল রেস্টুরেন্ট
ফাস্ট ফুড আউটলেট ক্যাফে এমিউজমেন্ট পার্ক ঔষধের আউটলেট
হাসপাতাল ফ্যাশন হাউজ ব্র্যান্ড শপ সুপার স্টোর

এই সার্ভিসটির জন্য কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকই এই সার্ভিসের সুবিধা গ্রহণ করতে পারবেন। এর জন্য কোনো অতিরিক্ত চার্জ নেই।

পে ওয়েল সম্বন্ধে

পে ওয়েল হলো ক্লাউডওয়েল লিমিটেড-এর বিল ও সার্ভিসের ক্যাশ এবং ক্রেডিট কার্ড পেমেন্টের একটি বাণিজ্যিক সার্ভিস ডেলিভারির উদ্যোগ। এই সার্ভিসগুলো হচ্ছে মূলত মোবাইল ফোন নেটওয়ার্কের অগ্রীম পেমেন্ট, বিভিন্ন সাবস্ক্রিপশন, ক্যাটালগকৃত পণ্য, যেখানে একটি পোর্টেবল টার্মিনালের মাধ্যমে প্রবেশ করা যায়। এর মূল লক্ষ্য হচ্ছে যেসব খুচরা দোকান লম্বা সময় ধরে খোলা থাকে যেমন- ফার্মেসী, সুপার স্টোর, সাইবার ক্যাফে, ফুড জয়েন্ট ইত্যাদি জায়গায় সাবস্ক্রাইবারদের সুবিধা প্রদান করা। গত বারো বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং, FMCG এবং আইসিটি ই-কমার্স ব্যবসায় খ্যাতনামা প্রফেশনালদের দ্বারা ২০১২ সালে ক্লাউডওয়েল প্রতিষ্ঠা হয়। ক্লাউডওয়েল সার্ভিস ফোকাসড এবং বিদ্যমান পরিকাঠামোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে সার্ভিস ও সমাধান দেওয়ার ভাবনা থেকে তৈরি হয়েছে। এটি বর্তমানে একটি বিশাল সংখ্যক ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানকে একই জায়গায় একত্রিত করে সার্ভিসের প্ল্যাটফর্ম মডেলের ব্যবস্থা করে দিচ্ছে।

ইলেক্ট্রনিক রিচার্জ Kiosk

মোবাইল ব্যালেন্স শেষ? একাউন্ট রিচার্জ করতে দোকানে যেতে চান না? অথবা স্টাইলে রিচার্জ করতে চান? তাহলে আপনার জীবনকে আরেকটু সহজ করতে এয়ারটেল নিয়ে এসেছে এয়ারটেল ই-রিচার্জ Kiosk। নিচের ঠিকানাগুলো অনুসরণ করুন এবং নিকটস্থ ই-রিচার্জ Kiosk-এ গিয়ে রিচার্জ করুন আপনার একাউন্ট।

ঠিকানার তালিকা

Kiosk-এর স্থান লোকেশন বিস্তারিত
প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও। প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা
BRAC বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস-৩, মহাখালী। BRAC বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস-৩, মহাখালী, ঢাকা
AlUB বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস-৫, বনানী। AIUB বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস-৫, বনানী, ঢাকা
CSD-জিয়া কলোনী, ঢাকা ক্যান্টনমেন্ট। ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট – সাশ্রয়ী, ক্যান্টনমেন্ট, ঢাকা
CSD-CMH, ঢাকা ক্যান্টনমেন্ট। ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট – “CMH সুপার স্টোর”, ক্যান্টনমেন্ট, ঢাকা
CSD-মইনুল রোড, ঢাকা ক্যান্টনমেন্ট। CSD জংশন, শহীদ মইনুল রোড, ক্যান্টনমেন্ট, ঢাকা
দারুস সালাম এপার্টমেন্টস, দারুস সালাম, মিরপুর। দারুস সালাম এপার্টমেন্ট, কল্যাণপুর, মিরপুর
BIHS জেনারেল হাসপাতাল, মিরপুর টেকনিক্যাল। বাংলাদেশ ইন্সটিটিউট অফ হেলথ সায়েন্স জেনারেল হসপিটাল, মিরপুর টেকনিক্যাল, ঢাকা
MS শমরিতা হাসপাতাল, তেজগাঁও। MS শমরিতা হসপিটাল এন্ড মেডিকেল কলেজ, তেজগাঁও, ঢাকা
AUST বিশ্ববিদ্যালয়, তেজগাঁও। আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি, তেজগাঁও, ঢাকা
BRTA মিরপুর। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি, মিরপুর, ঢাকা